• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অন্ধকার মৃত্যু উপত্যকায় ভয় পাচ্ছেন ভ্যাটিক্যান পোপ

  আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ ২০২০, ১৯:৪৫
পোপ

করোনা-আক্রান্ত দেশগুলির মধ্যে সর্বাধিক মৃত্যু ইতালিতেই। এ দেশেই প্রথম মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। শান্তির দেশটি যেন এখন যেন মৃত্যু উপত্যকা। প্রতিদিন অন্তত কয়েকশ লাশ নিয়ে যাওয়া হচ্ছে কফিনবন্দি করে। প্রাণঘাতী করোনায় অন্ধকার নেমে এক ভূতুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ইতালিতে আর ভ্যাটিক্যান সিটিতে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গিয়েছেন ৮৮৯ জন। এমন পরিস্থিতি দেখে খ্রীষ্টান ধর্মের সর্বোচ্চ যাজক পোপ ভীত, সন্তস্ত্র। বলেছেন, 'এমন অবস্থা থেকে ইতালি কবে যে বেরিয়ে আসতে পারবে তার কোনও ঠিক নেই'।

শুধু তাই নয়, ভ্যাটিকানে যখন এই সময় বহু মানুষের সমাগম থাকে, সেখানে এবার পুরো খাঁ-খাঁ করছে চারপাশ। যেন কোনও মৃত্যুপুরী হয়ে রয়েছে গোটা দেশ। হতাশার সঙ্গে পোপ বলেছেন, 'চারদিকে শুধুই অন্ধকার। কোথাও আলো নেই। সব শূন্য। এত মানুষ মারা গিয়েছেন! চারিদিকে শুধু হতাশা। সবাই প্রচণ্ড ভয়ে আছি। কোথাও যেন হারিয়ে যাচ্ছি আমরা।'

তবে, মানুষের এই দুঃসময়ে যাঁরা দিবারাত্রি কাজ করে চলেছেন, সেই চিকিৎসক-স্বাস্থ্যকর্মী, নার্সদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতাও ধরা পড়েছে পোপের গলায়। তিনি বলেন, 'সকলের এখন ওই মানুষগুলোর সাহস জোগানো উচিত, যাঁরা আমাদের সুস্থতার জন্য প্রতি মুহূর্তে কাজ করে চলেছেন।'

মানুষ শূন্য ভ্যাটিক্যান সিটি

এই দুঃসময়ে সকলকে সকলের জন্য থাকতে হবে বলেও মত দিয়েছেন তিনি। তাঁর কথায়, 'করোনাভাইরাস যদি ঝড় হয়, তা হলে এই ঝড়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সবাই একসঙ্গে রয়েছি। একসঙ্গে লড়তে হবে সকলকে। ঈশ্বর আমাদের ঠিক আলো ঝলঝলে এক দিনে পৌঁছে দেবেন।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড