• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগদাদের গ্রিনজোনে রকেট হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২০, ২২:০২
রকেট হামলা
রকেট হামলা (ছবি : সংগৃহীত)

বাগদাদের অতি সুরক্ষিত গ্রিনজোনে দুটি রকেট আঘাত হেনেছে। কিন্তু এতে কেউ হতাহত হননি বলে ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে এই হামলা চালানো হয়।

বার্তা সংস্থা রয়টার্স ও আল-আরাবিয়ার খবরে এমন তথ্য জানা গেছে। গ্রিনজোনে বিভিন্ন সরকারি ভবন ও বিদেশি কূটনৈতিক মিশনগুলো রয়েছে।

ইরাকি সামরিক সূত্র বলছে, মূলত মার্কিন দূতাবাসকে নিশানা করেই এই রকেট হামলা। যেখানে রকেট গিয়ে পড়েছে, সেখান থেকে দক্ষিণে কয়েশ মিটারজুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্স।

গত বছরের অক্টোবর থেকে বিদেশি সেনা ও কূটনৈতিকদের অবস্থান করা স্থাপনাগুলোতে এটা ২৬তম হামলা।

সামরিক সূত্র জানায়, দুটি কাতিউশা রকেট বাগদাদের অপারেশন কমান্ডের কাছে গিয়ে পড়েছে।

ওডি/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড