• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইতালিতে করোনায় আরও ৬৮৩ জনের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ মার্চ ২০২০, ০৩:৪৮
করোনা ভাইরাস
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টা ৬৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৫০৩।

বুধবার (২৫ মার্চ) রাতে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করে।

সংবাদ মাধ্যমটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৭৪ হাজার ৩৮৬।

করোনা মোকাবিলায় দেশটির সরকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। চলাফেরা সীমিত করা হয়েছে। জরুরি অবস্থাও অব্যাহত রয়েছে।

২০১৯ সালের ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহানে করোনা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দ্বিতীয় অবস্থানে স্পেন, তারপর চীন।

এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৪৯৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড