• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিল্লিবাসীকে শান্ত করতে যা বললেন মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৭
দিল্লিবাসীকে শান্ত করতে যা বললেন মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : ইন্ডিয়া টুডে)

ভারতে নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে চলমান বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লি। এবারের সহিংসতায় ২১ জনের প্রাণহানিসহ বহু লোক হতাহত হয়েছেন। এমনকি হামলা-হেনস্তার শিকার হচ্ছেন সাংবাদিকরাও। তাছাড়া বেশকিছু মসজিদ ও বাড়িতে অগ্নিসংযোগ করায় একরকম আতঙ্কের মধ্যে দিন কাটছে মুসলিমদের।

এমন উত্তেজনাকর পরিস্থিতিতে দিল্লিবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) টুইট বার্তায় তিনি বলেছেন, দিল্লিতে সবসময় শান্তি ও ভাতৃত্ববোধ বজায় রাখার জন্য আমি আমার ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি।

মোদী আরও বলেন, রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ এবং অন্যান্য সংস্থার লোকজন কাজ করছেন। কেননা শান্তি ও সম্প্রীতি হচ্ছে আমাদের একমাত্র বৈশিষ্ট্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত কয়েকদিন যাবত উত্তপ্ত দিল্লি। এর মধ্যে গত সোমবারের (২৪ ফেব্রুয়ারি) মতো পরদিন সকালেও রাজধানীর মৌজপুর ও ব্রহ্মপুরীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় পরস্পরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল।

স্থানীয়দের অভিযোগ, গত তিন দিন ধরে সহিংসতা চললেও এখন পর্যন্ত এলাকায় পুলিশের উপস্থিতি চোখে পড়েনি। ফলে সংঘর্ষ চরম আকার ধারণ করেছে।

এখনো দিল্লির বেশ কয়েকটি স্থানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। মেট্রোর পাশাপাশি উত্তর-পূর্ব দিল্লির সব সরকারি ও বেসরকারি স্কুলও বন্ধ রাখা হয়েছে। একাধিক স্থানে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

দিল্লির পরিস্থিতি নিয়ে সোমবার রাতেই দিল্লি পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দিল্লিতে অবস্থান করছেন। এ কারণে যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে বলে নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন : মালয়েশিয়ায় নাটকীয় মোড়, আনোয়ারকে সমর্থন মাহাথিরের দলের

এ দিকে মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আমার কথা হয়েছে। মোদী চান, দেশে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকুক। করোনা ভাইরাস কীভাবে মোকাবিলা করা যায় সেটি নিয়েও কথা হয়েছে তার সঙ্গে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড