• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগান নির্বাচনে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:২৭
আশরাফ গনি
আশরাফ গনি (ছবি : বিবিসি)

অনেক নাটকীয়তার পর অবশেষে প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে আফগান নির্বাচন কমিশন। নির্বাচনের প্রায় পাঁচ মাস পর তাকে বিজয়ী ঘোষণা করা হলো। খবর ‘আল-জাজিরা’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে আফগান নির্বাচন কমিশন। আর সেখানে আশরাফ আফগানিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এর আগে কয়েক দফা পেছানোর পর গত বছরের ২৮ সেপ্টেম্বর আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খুবই কম ভোটের ব্যবধানে জয়ী হন আশরাফ গনি। তিনি পান ৫০ দশমিক ৬৪ শতাংশ ভোট।

অন্যদিকে ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আব্দুল্লাহ। যেখানে জয় পেতে দরকার ছিল ৫০ শতাংশ ভোট।

খুব বেশি ব্যবধান না থাকায় ক্ষমতায় কে বসবেন তা নিয়ে নানান নাটকীয়তা শুরু হয়। শেষ পর্যন্ত সব নাটকীয়তার সমাপ্তি ঘটল আজ।

আরও পড়ুন : বিমানচালিত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান (ভিডিও)

নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে নাম ঘোষণা করায় আগামী পাঁচ বছরের জন্য আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকা নিশ্চিত হলো আশরাফ গনির।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড