• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুহানির কড়া জবাব

যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভাবার সময় নেই ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪১
হাসান রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবি : তেহরান টাইমস)

যুক্তরাষ্ট্রে এখন প্রেসিডেন্ট নির্বাচনের হাওয়া বইছে। এবারের মার্কিন নির্বাচনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে ইরান ইস্যু। কেননা সোলাইমানি হত্যার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে কোন দল যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসছে তা নিয়ে ইরানের মোটেই মাথাব্যথা নেই বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে বিদেশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

সংবাদ সম্মেলনে হাসান রুহানি বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অব্যাহত রেখেছে। কিন্তু এখন পর্যন্ত তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে।

এ সময় ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইরান কী ধরনের পরিণতির সম্মুখীন হতে পারে- এমন এক প্রশ্নের জবাবে রুহানি বলেন, আমেরিকায় কোন দল ক্ষমতায় থাকল সেটি নিয়ে ইরান ভাবে না। ইরানিদের কাছে জাতীয় স্বার্থই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : হিংস্র যুক্তরাষ্ট্রকে ইরানের বিধ্বংসী জবাব, বিস্মিত বিশ্ব

এছাড়া সংবাদ সম্মেলনে রুহানি আরও বলেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি সত্ত্বেও ইরানের অর্থনীতিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। নিজেদের কৌশলে যে ভুল আছে তা মার্কিন কর্মকর্তারা এর মধ্যেই উপলব্ধি করতে পেরেছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড