• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্যামেরুনে শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৬
ক্যামেরুনে শিশুসহ ২২ জনকে পুড়িয়ে হত্যা
আটক বিচ্ছিন্নতাবাদীরা (ছবি : রয়টার্স)

পশ্চিম আফ্রিকার দেশ ক্যামেরুনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রাম এনতুম্বোতে অন্তত ২২ জনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতিসংঘের পাঠানো বিবৃতির বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ।

বিবৃতিতে বলা হয়, শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) এ হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। যদিও দেশটির একটি বিরোধী দল নির্মম হত্যাকাণ্ডটির জন্য সামরিক বাহিনীকেই দায়ী করছে।

বিশ্লেষকদের মতে, ক্যামেরুনের ওই অঞ্চলটিতে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে গত তিন বছর যাবত লড়াই চালিয়ে যাচ্ছে সেনা সদস্যরা। যদিও এবারের ঘটনাটি নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি।

বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, হামলায় নিহতদের মধ্যে ১৪ জনই শিশু। তাছাড়া এই তালিকায় একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন।

আরও পড়ুন : কঙ্গোতে ট্রাক চাপায় নিহত ১৪

উল্লেখ্য, ২০০৯ সালে শুরু করা জিহাদি সংগঠনগুলোর আক্রমণে এখন পর্যন্ত প্রায় ২৭ হাজারেরও বেশি লোকের প্রাণহানি হয়। এতে প্রায় ২০ লক্ষাধিক বেসামরিক গৃহহীন হয়ে পড়েন। মূলত এতে একরকম মানবিক সংকটে পড়ে দেশটি। যদিও প্রতিবেশী বিভিন্ন দেশও জিহাদিদের এসব সশস্ত্র হামলার শিকার হয়েছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড