• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাষ্ট্রের সঙ্গে দুটি সামরিক চুক্তি করছে ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৮
মোদী ও ট্রাম্প
নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প (ছবি : ইন্ডিয়া টুডে)

যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শিগগিরই দুটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।

সংবাদমাধ্যমটির বৃহস্পতিবারের (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শেষ দিকে ভারত সফর করবেন। এই সফরের আগেই দুই দেশের মধ্যকার ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি স্বাক্ষরিত হবে।

ভারত জানিয়েছে, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ৩০টি ‘হেভি ডিউটি সশস্ত্র হেলিকপ্টার’ পাবে ভারতীয় বিমানবাহিনী।

জানা গেছে, চুক্তি সই হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে ইনস্টলমেন্টের ১৫ শতাংশ অর্থ দেবে ভারত। আর বাকি অর্থ দেওয়া হবে আগামী দুই বছরের মধ্যে, বিভিন্ন মেয়াদে।

আরও পড়ুন : মার্কিন সেনাদের বেকায়দায় ফেলতে একজোট ইরান-সিরিয়া

এ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনার ব্যাপারে আশাবাদী ভারত। এই সফরে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু ও উভয় দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছে মোদীর কার্যালয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড