• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত হওয়ার শঙ্কায় ভারতে এক ব্যক্তির আত্মহত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৫
আত্মহত্যা
আত্মহত্যা (ছবি : প্রতীকী)

চীনের সীমা অতিক্রম করে ইতোমধ্যে বিশ্বের ২৫টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে রহস্যময় করোনা ভাইরাস। এ তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভারতের নামও রয়েছে। এ অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহে শঙ্কিত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর প্রকাশ করেছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আত্মহত্যা করা ওই ব্যক্তির নাম বালাকৃষ্ণয়া। হৃদরোগের কারণে হাসপাতালে গিয়েছিলেন তিনি। ঠাণ্ডার লক্ষণ দেখা যাওয়ায় চিকিৎসক তাকে মাস্ক পরার পরামর্শ দেন। এতে বালাকৃষ্ণয়া মনে করেন যে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর নিজের পরিবার ও গ্রামবাসীর মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কায় আত্মহত্যা করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালাকৃষ্ণয়ার ছেলে বলেন, হৃদরোগের কারণে হাসপাতালে গিয়েছিলেন বাবা। চিকিৎসক উনাকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন। এতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে ভুল বুঝেন তিনি।

আরও পড়ুন : ইরানের পরমাণু কার্যক্রমে আপত্তি নেই জাতিসংঘের

বালাকৃষ্ণয়ার ছেলে আরও জানিয়েছেন, তার বাবা করোনা ভাইরাস নিয়ে অনেক ভিডিও দেখেছেন এবং তিনি নিজেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মনে করে কাউকে কাছে আসতে দিতেন না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড