• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাঞ্জাবে বাজি ভর্তি ট্রাক্টরে বিস্ফোরণ, নিহত ১৫

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৫:০২
ট্রাক্টরে বিস্ফোরণ
বাজি ভর্তি ট্রাক্টরে বিস্ফোরণ (ছবি : সংগৃহীত)

ভারতের পাঞ্জাবে নগরকীর্তন চলাকালে বাজি ভর্তি ট্রাক্টরে বিস্ফোরণ ঘটেছে। এতে ১৫ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে পাঞ্জাবের তরণতারণের ডালেক গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার জগজিৎ সিং ওয়ালিবা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার শিখদের এক ধর্মগুরু বাবা দীপ সিংহের জন্মদিন ছিল। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুরে পাঞ্জাবের তরণতারণ এলাকার একটি অঞ্চলে শোভাযাত্রা নিয়ে নগরকীর্তন করতে বের হয় ধর্মীয় সংস্থার লোকজন। ঢাক, ডোল, ঘণ্টা নিয়ে কীর্তন করার পাশাপাশি বাজিও ফাটাচ্ছিল শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। তাই শোভাযাত্রার সঙ্গে একটি বাজি ভর্তি ট্রাক্টরও নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন : সিরিয়া ও তুরস্কের মধ্যে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

বিকাল ৪টার দিকে তরণতারণ-অমৃতসর রোডে হঠাৎ ওই ট্রাক্টরে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হয়। আহত হয় আরও ২০ জন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড