• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিয়া ও তুরস্কের মধ্যে মধ্যস্থতায় প্রস্তুত ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২১
সিরিয়া-তুরস্কের মধ্যে মধ্যস্থতা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ (ছবি : সংগৃহীত)

সিরিয়া ও তুরস্কের মধ্যে চলমান বিরোধ মধ্যস্থতার জন্য প্রস্তুত ইরান। বন্ধুপ্রতিম সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সহযোগিতা করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী তেহরানে সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেইর ও' পেডারসেনের সঙ্গে এক বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এসব কথা বলেন।

জারিফ বলেন, সিরিয়া সংকটের একমাত্র সমাধান হচ্ছে রাজনৈতিক সংলাপ। এজন্য তিনি নতুন করে সংলাপে বসার আহ্বান জানান।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইদলিবে বাশারবিরোধী বিদ্রোহীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে। ২০১৭ সাল থেকেই ইদলিবে বিদ্রোহীদের সহযোগিতার জন্য সেনা মোতায়েন রেখেছে তুরস্ক। সম্প্রতি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সেনাবাহিনীর অভিযানে সাত তুর্কি সেনা নিহত হয়। তুরস্কের দাবি, তাদের পাল্টা হামলায় সিরীয় সেনাবাহিনীর ৭৬ জন সেনা নিহত হয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হুমকিকে সুযোগে পরিণত করতে চান খামেনি

বৈঠকে দুপক্ষই সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে। এ সফরে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি বৈঠক করবেন বলে কথা রয়েছে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড