• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতে বিশ্ব হিন্দু মহাসভার সভাপতিকে গুলি করে হত্যা

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২২
রঞ্জিত বচ্চন
বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন (ছবি : এনডিটিভি)

অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু মহাসভার সভাপতি রঞ্জিত বচ্চন। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার (২ ফেব্রুয়ারি) ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হজরতগঞ্জে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

জানা গেছে, মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত রঞ্জিত বচ্চনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার মাথায় একাধিক গুলি আঘাত হেনেছে।

রঞ্জিত বচ্চন হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে পুলিশের ছয় সদস্যের একটি দল কাজ শুরু করেছে। এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে একটি এ-৩২ বোর পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই পিস্তলটি তৈরি হয়েছে বিহারের মুঞ্জের এলাকায়।

কট্টর হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু মহাসভা প্রতিষ্ঠার আগে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন রঞ্জিত বচ্চন।

আরও পড়ুন : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

এর আগে গত অক্টোবরে নিজ বাড়িতে বন্দুকধারীর গুলিতে নিহত হন উত্তরপ্রদেশের আরেক হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সমাজ পার্টির প্রধান কমলেশ তিওয়ারি। ওই সময় দুই দুর্বৃত্ত তার বাড়িতে মিষ্টির প্যাকেট নিয়ে দিওয়ালির শুভেচ্ছা জানাতে এসে তাকে হত্যা করে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড