• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন সাপ্তাহিক নিউজউইকের প্রতিবেদন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪
মার্কিন সেনা
মার্কিন সেনা (ছবি : সিএনএন)

সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিতিশীলতা বিরাজ করছে। একে অপরকে হুমকি-পাল্টা হুমকি দিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এ দুই দেশ। তবে মার্কিন সাপ্তাহিক নিউজউইকের দাবি, ইরান নয়; বরং রাশিয়ার বিরুদ্ধেই যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজউইক নামক সংবাদমাধ্যমটি।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ২৯টির বেশি দেশে ৯৩টি ভিন্ন ভিন্ন সামরিক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ মহড়া আরও জোরালো হয়েছে।

নিউজউইকের দাবি, মার্কিন সেনাদের এই সামরিক মহড়ার লক্ষ্য ইরান বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশে সশস্ত্র হামলা চালানো নয়, বরং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে এ মহড়া চালানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ২০২০ সালে ইউরোপে ন্যাটোর পরিচালনায় এক সামরিক মহড়ার আয়োজন করা হবে।

সেটা নিশ্চিত করে ইউএস ইউরোপিয়ান কমান্ড (ইউরোকম) জানিয়েছে, এ মহড়া চলবে চলতি বছরের মে মাসে। আর এতে অংশ নেবে ৩৭ হাজার মার্কিন সেনা। শীতল যুদ্ধের সময়ে ন্যাটোর রিটার্ন অব ফোর্সেস টু জার্মানির সামরিক মহড়ার আদলেই এ মহড়া চালানো হবে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে : ইরান

এছাড়া জার্মানি ও পোল্যান্ডসহ মোট ১০টি ইউরোপীয় দেশে হতে যাওয়া এ মহড়ায় মার্কিন সামরিক বাহিনীর এক ডিভিশন পদাথিক সেনা, তিন ব্রিগেড ট্যাংক ও অন্য বাহিনীর সেনারা অংশ নেবেন বলে জানিয়েছে ইউরোকম।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড