• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কের পাশে থাকার আশ্বাস ইরানের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ২২:৩৯
মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ (ছবি : পার্সটুডে)

তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। পাশাপাশি তুরস্ককে সব ধরনের সাহায্য দেওয়ার জন্য ইরান প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে শনিবার (২৫ জানুয়ারি) এক টেলিফোন আলাপে জাওয়াদ জারিফ এসব কথা বলেন। খবর ‘পার্সটুডে’।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্কের পূর্বাঞ্চলে। এতে এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৭২ জন।

ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পরেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোহাম্মদ জাওয়াদ জারিফ। এ সময় তিনি বলেন, ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনের প্রতি ইরান সমবেদনা জানাচ্ছে। ইরান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায়। তুরস্ক চাইলে ইরানের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুন : সেনা নিহতের খবর অস্বীকার করেছেন ট্রাম্প : বাইডেন

সমবেদনা জানানোর জন্য ইরানের জনগণ ও সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড