• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুদ্ধাপরাধের দায়ে ট্রাম্পের বিচার হওয়া উচিত, মত মার্কিনিদের

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি ২০২০, ১৬:০১
ট্রাম্প ও সোলাইমানি
ডোনাল্ড ট্রাম্প ও কাসেম সোলাইমানি (ছবি : সম্পাদিত)

সোলাইমানি হত্যায় জড়িত থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধাপরাধ মামলার আওতায় বিচার হওয়া উচিত বলে মনে করেন আমেরিকার এক চতুর্থাংশেরও বেশি নাগরিক। মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের সাম্প্রতিক এক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এই হত্যাকাণ্ড চালানো হয় ট্রাম্পের নির্দেশে। এ জন্য আন্তর্জাতিক আদালতে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করবে বলে ঘোষণা দিয়েছে ইরান।

মধ্যপ্রাচ্যের দেশটির এই অভিযোগের প্রতি সমর্থন রয়েছে স্বয়ং মার্কিন নাগরিকদেরই। বিজনেস ইনসাইডারের জরিপেই সেটার প্রমাণ পাওয়া গেছে। জরিপে অংশগ্রহণকারীদের ২৭.৪ শতাংশ ইরানের অভিযোগের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। ভিন্নমত প্রকাশ করেছেন ৩৪.৫ শতাংশ আমেরিকান। এছাড়া ২৪.৮ শতাংশ মানুষ কোন মতমতই দেননি। তাছাড়া ১২.২ শতাংশ ‘আমি জানি না’ মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন : আইসিজের আদেশ মানতে মিয়ানমারকে জাতিসংঘের তাগিদ

জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে শিগগিরই আন্তর্জাতিক আদালতে ট্রাম্প ও পেন্টাগনের বিরুদ্ধে মামলা করবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিচার বিভাগ। এই ঘোষণার জেরেই মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার জরিপটি পরিচালনা করেছে। আর শুক্রবার (২৪ জানুয়ারি) এই জরিপের ফল প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড