• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

যে কারণে টক শো দেখা ছেড়েছেন ইমরান

  আন্তর্জাতিক ডেস্ক

২৪ জানুয়ারি ২০২০, ১২:৪৪
ইমরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (ছবি : ডন)

টেলিভিশনে টক শো দেখা ছেড়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুধু তাই নয়, পত্রিকাও পড়েন না তিনি। সুইজারল্যান্ডে বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্মেলনে দেওয়া ভাষণে ইমরান খান নিজেই এ কথা জানিয়েছেন। খবর ‘ডন’।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সম্মেলনে নিজের বক্তব্যের একপর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, গণমাধ্যমে তার বিরুদ্ধে চরম নেতিবাচক খবর প্রকাশ করা হয়। তাই পত্রিকা পড়া ও সন্ধ্যায় টক শো দেখা ছেড়ে দিয়েছেন।

ইমরান বলেন, দেশ স্বাধীন হয়েছে অনেক বছর হয়ে গেল। আমি মাত্র দেড় বছর ধরে ক্ষমতায় আছি। আর এর মধ্যেই মিডিয়া আমাকে নাস্তানাবুদ করে ফেলেছে। তাই আমি গণমাধ্যম এড়িয়ে চলি।

সম্মেলনে ইমরান খান আরও জানান, তার সরকার পাকিস্তানের শাসন ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত কষ্টসাধ্য এক প্রক্রিয়া। এর সুফল ভোগ করার জন্য সবাইকে কিছুদিন ধৈর্য ধারণ করতে হবে।

আরও পড়ুন : সোলাইমানি হত্যার নিন্দা জানানোয় এক নারীর কারাদণ্ড

এর আগে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, তিনি পাকিস্তানকে শুধু কল্যাণমূলক নয়, মানবিক রাষ্ট্র হিসেবেও গড়ে তুলতে চান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড