• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুনর্ব্যবহারের অযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করছে চীন

  আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি ২০২০, ১৮:২৪
চীন
চীনে প্লাস্টিকের স্তূপ, (ছবি : বিবিসি)

পুনর্ব্যবহারের অযোগ্য (একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয় এমন) প্লাস্টিক নিষিদ্ধ করতে যাচ্ছে চীন। ইতোমধ্যে এ বিষয়টিকে ঘিরে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিশ্বের সবচেয়ে বেশি প্লাস্টিক ব্যবহার করা দেশগুলোর মধ্যে চীন অন্যতম। এবার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব প্লাস্টিকের ব্যবহার কমানোর উদ্যোগ নিয়েছে চীন সরকার।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সালের শেষভাগের মধ্যে চীনের বড় শহরগুলোতে ‘একবার ব্যবহার হয় এমন প্লাস্টিক’ নিষিদ্ধ করা হবে। এছাড়া ২০২২ সালের মধ্যে চীনের সব শহর ও নগরে এ ধরনের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করবে প্রশাসন।

আরও পড়ুন : মাটির নিচে ইরানের ‘ক্ষেপণাস্ত্র শহর’ কেমন? (ভিডিও)

চীনের প্রায় ১৫০ কোটি মানুষ প্রতি বছর অসংখ্য প্লাস্টিক বর্জ্য তৈরি করে। এসব বর্জ্য ব্যবস্থাপনা করতে যেয়ে হিমশিম খাচ্ছে চীন সরকার।

চীনে আবর্জনা রাখার সবচেয়ে বড় স্থানটি ১০০টি ফুটবল মাঠের সমান। এই স্থান পূর্ণ হওয়ার কথা ছিল ২৫ বছর পর। অথচ ২৫ বছর আগেই সেটি পূর্ণ হয়ে গেছে। ফলে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে চীনের।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড