• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপর্যস্ত অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাত, মিলেছে স্বস্তি

  আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি ২০২০, ১১:১৫
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় ভারী বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাস্তা, (ছবি : দ্য গার্ডিয়ান)

কয়েক মাসেরও বেশি সময় ধরে দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। আগুন নেভাতে দমকলকর্মীসহ দেশটির সামরিকবাহিনীর সব চেষ্টাই যখন ব্যর্থ, তখন সংকটাপন্ন প্রাণিদের ডাক শুনেছে প্রকৃতি। নিরীহ সেই প্রাণিদের ডাকে সাড়া দিয়েই অঝোরে ঝরছে বৃষ্টি। এতে স্বস্তি ফিরেছে সবার মনে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, শুক্রবার সারারাত অস্ট্রেলিয়ায় বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ভারী এই বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতির।

অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে অস্ট্রেলিয়ায় বিভিন্ন রাস্তার ৫০টি স্থান পানিতে তলিয়ে গেছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগ। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরের রাস্তা তলিয়ে যাওয়ার কারণে আটকা পড়েছেন ২ যাত্রী।

ভারী বৃষ্টিপাত সম্পর্কে অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিস বলছে, গোল্ড কোস্ট শহরে সাধারণত মাসে যে বৃষ্টিপাত হয় তার চেয়ে তিনগুণ বেশি বৃষ্টিপাত হয়েছে গত ১২ ঘণ্টায়। এ কারণেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হলো।

আরও পড়ুন : ফিজিকে লণ্ডভণ্ড করে টোঙ্গার দিকে যাচ্ছে ঘূর্ণিঝড় টিনো

কুইন্সল্যান্ডের জরুরি বিভাগ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ওই সতর্কবার্তায় বিদ্যুতের লাইন ও উপড়ে পড়া গাছ থেকে সতর্ক থাকতে বলা হয়। একই সঙ্গে বন্যা পরিস্থিতির কারণে গাড়ি নিয়ে বের হতে ও বাইরে হাঁটতে যেতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।

এ দিকে গালফ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের দাবানল এলাকায় টানা ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। এতে কয়েক মাস ধরে চলা বিপর্যয়কর অবস্থা থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। টানা ২ দিন বৃষ্টির পরও এখনো অনেক জায়গার দাবানল নিয়ন্ত্রণে আসেনি।

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এতে এখন পর্যন্ত ২৮ জন প্রাণ হারিয়েছেন। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। এছাড়া দাবানলে প্রায় ৫০ কোটি প্রাণির মৃত্যু হয়েছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড