• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

মধ্যপ্রাচ্যে সেনা বাড়াতে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন ডলার দিয়েছে সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি ২০২০, ১২:২৩
ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রকে ১ বিলিয়ন ডলার দিয়েছে সৌদি আরব। ‘ফক্স নিউজকে’ দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য জানিয়েছেন।

গত শনিবার (১১ জানুয়ারি) দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর জন্য অর্থ দিয়েছে। সেই অর্থের পরিমাণ এক বিলিয়ন ডলার।

এ সময় মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে গত বছরের অক্টোবরে পেন্টাগন জানিয়েছিল, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে তারা। এর কারণ সৌদি সরকারের মালিকানাধীন তেল কোম্পানি আরামকোতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা।

আরও পড়ুন- মিয়ানমারের গণহত্যা মামলার রায়ের তারিখ ঘোষণা

সাক্ষাৎকারের ভিডিওটি দেখুন এখানে...

উল্লেখ্য, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সৌদি আরবের সঙ্গে ইরানের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর প্রেক্ষিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড