• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাগরিকত্ব দিতেই আইন করেছি : মোদী

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৮:১৮
নরেন্দ্র মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

ভারতীয় নাগরিকদের বৈধতা দিতেই নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমরা যে কাউকে নাগরিকত্ব দেওয়ার জন্য রাতারাতি এ আইন করিনি। এই আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য।

রবিবার (১২ জানুয়ারি) কলকাতার হাওড়ার বেলুর মঠে দেওয়া এক ভাষণে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদী এসব কথা বলেন। খবর ‘এনডিটিভি’।

মোদী বলেন, যারা পাকিস্তানে নিগৃহীত হয়েছে, জীবন ঝুঁকিতে ফেলেছে শুধু তাদের নাগরিকত্ব দিতেই এই আইন তৈরি করা হয়েছে। আমাদের কি এ লোকগুলোকে পাকিস্তানে মরতে পাঠানো উচিত? এটা কি একটা মহৎ কাজ না?

আরও পড়ুন- হঠাৎ ইরান সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এ সময় তিনি আরও বলেন, সবিস্তারে ব্যাখ্যা দেওয়ার পরেও বিরোধীরা নাগরিকত্ব সংশোধনী আইন কি সেটা বুঝার চেষ্টা করছে না। কিছু লোক রাজনৈতিক স্বার্থেই মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সারাবিশ্ব জানে কীভাবে সংখ্যালঘুদের ওপর গত ৭০ বছর ধরে অত্যাচার চালাচ্ছে পাকিস্তান। এ কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে।

প্রসঙ্গত, দুইদিনের সফরে এখন কলকাতায় অবস্থান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড