• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৫

  আন্তর্জাতিক ডেস্ক

১১ জানুয়ারি ২০২০, ০৩:৩০
মসজিদে বিস্ফোরণ
বোমা হামলায় বিধ্বস্ত মসজিদ (ছবি : দ্য ডন)

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এক মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৫ জনের প্রাণহানি ঘটেছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কিছু লোক।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যম ‘দ্য ডন’ জানায়, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মাগরিবের নামাজ চলাকালে মসজিদটিতে বিস্ফোরণটি ঘটে। এতে ঐ মসজিদের ইমামসহ ১৫ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

এ দিকে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ অধিদপ্তরের (আইএসপিআর) মিডিয়া উইং এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বেলুচিস্তানের নিরাপত্তা বাহিনী এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের সঙ্গে একযোগে তারা অভিযানটি পরিচালনা করছে।

যদিও মর্মান্তিক এ হামলা দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সন্ত্রাসী সংগঠন স্বীকার করেনি।

অপর দিকে প্রদেশটির মুখ্যমন্ত্রী কামাল খান ও স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাংরোভ ইতোমধ্যে হামলাটির তীব্র নিন্দা জানিয়েছেন। পৃথক বিবৃতির মাধ্যমে তারা হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেছেন।

আরও পড়ুন :- মার্কিন দূতাবাস চত্বরে ফের ক্ষেপণাস্ত্র হামলা

এর আগে গত ৭ জানুয়ারি দেশটির কোয়েটা শহরে অপর এক বিস্ফোরণে ২ জনের প্রাণহানি ঘটেছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড