• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাক-সিরিয়া সীমান্তে ইসরায়েলের হামলায় নিহত ৮

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৯:১৪
ইরাক-সিরিয়া-ইসরায়েল-ইরান
ছবি : প্রতীকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চূড়ান্ত উত্তেজনার মধ্যেই ইরাক-সিরিয়া সীমান্তে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরান সমর্থিত অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভা জানায়, বৃহস্পতিবার রাতে ইরাক সীমান্তে সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরান সমর্থিত ৮ যোদ্ধা নিহত হয়েছেন। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, হামলায় যারা নিহত হয়েছেন তারা সবাই বিদেশি। সিরিয়ার কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, হামলায় অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : মার্কিন ঘাঁটিতে হামলা প্রস্তুতির ভিডিও প্রকাশ করল ইরান

বিশ্লেষকরা বলছেন, সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ক্ষোভে ফুঁসছে ইরান। এ অবস্থায় ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এমনকি সোলাইমানি হত্যার পুরো ক্ষোভটাই যেতে পারে ইসরায়েলের ওপর। ফলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় লন্ডভন্ড হতে পারে তেল আবিবসহ কয়েকটি শহর।

প্রসঙ্গত, ৩ জানুয়ারি (শুক্রবার) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড