• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন ঘাঁটিতে হামলা 

ইরাককে আগেই সতর্ক করে দিয়েছিল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৮:৩৪
মাহদি
ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি (ছবি : মিডল ইস্ট মনিটর)

জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে বুধবার ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার ব্যাপারে আগেই জানতেন ইরাকের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি।

তার বক্তব্যের বরাতে বুধবার (৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ‘মিডল ইস্ট মনিটর’। এছাড়া ইরান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইরাককে আগেই সতর্ক করে দিয়েছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ বিষয়ে আদেল আব্দুল মাহদি বলেন, মধ্যরাতের কিছুক্ষণ পরেই আমরা ইরানের কাছ থেকে সতর্কবার্তা পেয়েছিলাম। ইরান আমাদের জানায় যে, কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ নিতে তারা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়তে যাচ্ছে।

এরপর মাহদি যোগ করেন, আমাদের বলা হয়েছিল যেসব স্থানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে শুধু সেসব স্থানকেই টার্গেট করা হয়েছে। হামলার ব্যাপারে জানার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সেনাদের সতর্ক করে দিই।

আরও পড়ুন- ইরানের হামলায় ইরাকের কোনো সৈন্য হতাহত হয়নি

প্রসঙ্গত, বুধবার ভোরে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ৮০ জন মার্কিন সেনা নিহত হন। তবে ইরাকের কোনো সৈন্য হতাহতের শিকার হননি।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড