• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের হামলায় ইরাকের কোনো সৈন্য হতাহত হয়নি

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৪
হামলা
ক্ষেপণাস্ত্র হামলা (ছবি : মিডল ইস্ট মনিটর)

জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান। বুধবার ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। এতে ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে এই হামলায় ইরাকের কোনো সৈন্য হতাহতের শিকার হননি। খবর ‘আল-জাজিরা’

বুধবার (৮ জানুয়ারি) হামলার কয়েক ঘণ্টা পর দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরাকের সামরিকবাহিনী।

ওই বিবৃতিতে বলা হয়েছে, হামলায় ২২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। এর মধ্যে ১৭টি আল আসাদ বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এছাড়া বাকি পাঁচটি আঘাত হেনেছে উত্তরাঞ্চলীয় ইরবিল ঘাঁটিতে। এতে ৮০ মার্কিন সেনা নিহত হলেও কোনো ইরাকি সৈন্য হতাহতের শিকার হননি।

এ দিকে ইতোমধ্যে এই ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে ইরান। জেনারেল কাসেম সোলাইমানির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

আরও পড়ুন- প্রতিশোধ তো কেবল শুরু : ইরানি জেনারেল

তিনি আরও বলেন, আমরা কোনো যুদ্ধ চাই না। কোনো ধরনের উত্তেজনা বাড়াতে চাই না। তবে নিজেদের বিরুদ্ধে কোনো আগ্রাসন আমরা সহ্য করব না।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড