• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১  |   ২৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রহস্যময় পোকার আক্রমণ, মৃত্যুর সংখ্যা তিন!

  আন্তর্জাতিক ডেস্ক

৩০ ডিসেম্বর ২০১৯, ১০:২৭
পোকা
ছবি : প্রতীকী

ভারতে রহস্যজনক এক পোকার উপদ্রব দেখা দিয়েছে। গত নভেম্বরে হুগলির বৈদ্যবাটিতে রহস্যজনক পোকার কামড়ে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। এই ঘটনার পরই পুরো এলাকার বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।

এবার একই রকম ঘটনা ঘটল জলপাইগুড়িতে। আর এবার একজন নয়, পোকার কামড়ে মৃত্যু হলো দুই জনের। সম্পর্কে তারা দুই ভাই।

জানা গেছে, চলতি মাসের ১৪ তারিখ লাটাগুড়ি ফরেস্টে ঘুরতে গিয়েছিলেন জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা প্রদীপ দাম। সেখানে একটি পোকা কামড় দেয় তাকে। পরের দিন ফুসকুড়ির মতো হয়। ক্রমেই বাড়তে থাকে তা।

এরই মধ্যে প্রদীপের ভাই প্রমোদের শরীরেও একই রকম সংক্রমণ দেখা দেয়। ত্বক বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকেই ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাদের স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।

গত ২৪ ডিসেম্বর মৃত্যু হয় প্রদীপের। এরপর ২৯ ডিসেম্বর (রবিবার) মৃত্যু হয় তার ভাইয়ের। যদিও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ লেখা হয়েছে।

আরও পড়ুন- লামায় নতুন পোকার উপদ্রব, বাদামি হয়ে যাচ্ছে সেগুন বাগান

পরিবার ও স্থানীয় বাসিন্দারা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। ইতোমধ্যে দুই ভাইয়ের মৃত্যুতে পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পরেছে। অনেকেই বাড়ির বাইরে বের হতেও ভয় পাচ্ছেন।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড