• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুরকিনা ফাসোর সেনাঘাঁটিতে বিদ্রোহী হামলায় নিহত শতাধিক

  আন্তর্জাতিক ডেস্ক

২৫ ডিসেম্বর ২০১৯, ০৮:৫২
বিদ্রোহীদের হামলা
হামলার আলামত সংগ্রহ করছেন বিদেশি সেনা সদস্যরা (ছবি : দ্য টেলিগ্রাফ)

আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ বুরকিনা ফাসোর একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলায় অন্তত সাত সেনা কর্মকর্তা ও ৩৫ বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে। এ সময় সেনাবাহিনীর পাল্টা আক্রমণে ৮০ বিদ্রোহীও নিহত হয় বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় সউম প্রদেশের আরবিন্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অন্তত ৩১ জনই নারী। তবে ঠিক কী কারণে এবং কখন হামলাটি হয়েছে এখনো তা জানানো হয়নি।

মর্মান্তিক এ সংঘর্ষের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন স্বীকার করেনি।

হতাহতের এ ঘটনায় দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর।

আরও পড়ুন :- ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পশ্চিম আফ্রিকার এই দেশটির একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছিল।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড