• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় নিহত ২২

  আন্তর্জাতিক ডেস্ক

১৬ ডিসেম্বর ২০১৯, ১২:১২
বিদ্রোহীদের হামলা
হামলাকারী বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা (ছবিসূত্র : রয়টার্স)

আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর (ডিআর কঙ্গো) উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় ১৩ নারীসহ অন্তত ২২ কৃষকের প্রাণহানি হয়েছে। সরকারি কর্মকর্তাদের দাবি, অঞ্চলটিতে চলতি মাসে বেশকিছু ভয়াবহ হামলা সংগঠিত হয়েছে। যার মধ্যে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে দেশটির উত্তরাঞ্চলীয় রাজধানী বেনিতে অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স নামে একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় প্রশাসক দোনাত কিবাওয়ানা ফরাসি বার্তা সংস্থা ‘এএফপিকে’ বলেন, ‘হামলার পর মরদেহগুলো উদ্ধারের কাজ চলছে। দ্রুতই তাদের সম্মানের সহিত সমাহিত করা হবে। নিহতরা সকলেই কৃষক, যার মধ্যে ১৩ জনই নারী।’

বেনির ভাইস প্রেসিডেন্ট নোয়েলা কাটসোঙ্গারওয়াকি বলেন, ‘শনিবারের ভয়াবহ হামলাটির মাত্র একদিন আগে শহরটিতে আরও একটি সংঘর্ষ ঘটেছিল। যাতে ছয় বেসামরিক নাগরিকের প্রাণহানি হন। তাছাড়া চলতি মাসের শুরুর দিকে পৃথক হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।’

আরও পড়ুন :- অভ্যন্তরীণ হামলায় ২৩ আফগান সেনার প্রাণহানি

বিশ্লেষকদের মতে, ডিআর কঙ্গোর উত্তরাঞ্চলে আনুমানিক ১৬০টির অধিক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে বলে ধারণা করা হয়। যদিও এসব গোষ্ঠীর মোট সক্রিয় সদস্যের সংখ্যা ২০ হাজারের মতো।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড