• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি উ. কোরিয়ার

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৫
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন (ছবি : কেসিএনএ)

ফের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (১৪ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘কেসিএনএ’ জানায়, নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটি চালানো হয়। যদিও সেটা ঠিক কী ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখনো তা জানানো হয়নি।

বিশ্লেষকদের মত, মাত্র একদিন পরই মার্কিন বিশেষ দূত স্টিফেন সিগান তিনদিনের রাষ্ট্রীয় সফরে সিউল যাচ্ছেন। এর ঠিক আগ মুহূর্তে আকস্মিক পরীক্ষাটি উভয় পক্ষের জন্যই উদ্বেগের বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা বাতিলের পর গত সপ্তাহে উত্তর কোরিয়া আরও একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল। সে সময়ও এর বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

এ দিকে প্রেসিডেন্ট কিমের একজন মুখপাত্র ‘কেসিএনএকে’ বলেছেন, ‘শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে সোহে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে পরীক্ষাটি চালানো হয়। যদিও বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানানো হচ্ছে না।’

আরও পড়ুন :- অভ্যন্তরীণ হামলায় ২৩ আফগান সেনার প্রাণহানি

অপর দিকে ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বিশেষজ্ঞ অঙ্কিতা পাণ্ডে বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে উত্তর কোরিয়া ঠিক কী ধরনের বা কেমন পরীক্ষা চালিয়েছে এখনো তা পরিষ্কারভাবে জানা যায়নি। যদিও এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভূমিভিত্তিক পরীক্ষা বলেই আমরা আশঙ্কা করছি।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড