• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সঙ্গে হামাসের সম্পর্ক আরও গভীর হচ্ছে

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭
ইসমাইল হানিয়া
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া (ছবি : পার্সটুডে)

ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। শনিবার (১৪ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। খবর ‘পার্সটুডে’।

সম্মেলনে ইসমাইল হানিয়া বলেন, ইরান ও আমাদের উদ্দেশ্য একই। তাই আমরা ইরানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাই।

এ সময় তিনি আরও বলেন, আমেরিকা আমাদের আলোচনার আহ্বান জানিয়েছে। কিন্তু আমরা মার্কিনিদের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে কোনো আগ্রহ অনুভব করছি না। কারণ তাদের উদ্দেশ্য আমাদের জানা।

আঙ্কারায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে ইসমাইল হানিয়া তার সংগঠনের প্রতি সমর্থন দেওয়ার জন্য তুরস্ক, কাতার ও ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ইরান ও হিজবুল্লার সঙ্গে হামাসের সম্পর্ক খুব ভালো অবস্থায় রয়েছে। আর এই সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে।

উল্লেখ্য, ২০১৭ সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম অবরুদ্ধ গাজা উপত্যকার বাইরে সফরে গেলেন ইসমাইল হানিয়া।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড