• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পকে ‘অভিশংসন’ করার সুপারিশ প্রতিনিধি পরিষদের

  আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯
ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের সুপারিশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি। তদন্ত প্রক্রিয়া ও শুনানির ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে স্থানীয় সময় শনিবার (১৪ ডিসেম্বর) কমিটি এই সুপারিশের কথা জানায়। খবর ‘সিএনএন’।

কমিটির দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন। তাছাড়া তদন্তে বাধা দিয়েছেন তিনি। আর সেটা করেছে নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ তদন্তে ইউক্রেন সরকারকে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন ট্রাম্প। বিষয়টিকে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখা হচ্ছে। তাছাড়া তার কেলেঙ্কারির ব্যাপারে কংগ্রেস যে তদন্তের চেষ্টা করেছে তাতে বাধা দিয়েছেন ট্রাম্প। এগুলোকে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মনে করছে প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি। এ কারণে তার বিরুদ্ধে অভিশংসনের সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, মার্কিন ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের শিকার হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড