• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের বিরুদ্ধে দুই অভিযোগে অভিশংসন প্রস্তাব

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১৪:২৬
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

দুটি অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব এনেছে হাউজের বিচার বিভাগীয় কমিটি। অভিযোগগুলো হলো- ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়া। খবর ‘বিবিসি’।

বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান জেরার্ড নাদলার স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগের কথা জানিয়েছেন।

জেরার্ড নাদলার বলেন, ২০২০ সালের নির্বাচনকে ঘিরে বিদেশি হস্তক্ষেপের চেষ্টা করছেন ট্রাম্প। যা জাতীয় নিরাপত্তা ও নির্বাচনের সততাকে হুমকির মুখে ফেলেছে। তাছাড়া তিনি কংগ্রেসের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। তার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অভিযোগ সত্য নয়। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের যোগ্য প্রতিদ্বন্দ্বী না পেয়ে এ ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করছেন ডেমোক্র্যাট নেতারা।

এ দিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) হাউজের বিচার বিভাগীয় কমিটিতে ট্রাম্পের ওপর আনা অভিযোগ বিষয়ে পৃথকভাবে ভোটাভুটি হবে। ধারণা করা হচ্ছে, এই ভোটে ডেমোক্র্যাটদের কাছে হেরে যাবেন রিপাবলিকানরা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড