• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানে মার্কিন ঘাঁটির সামনে আত্মঘাতী বোমা হামলা

  আন্তর্জাতিক ডেস্ক

১১ ডিসেম্বর ২০১৯, ১৩:১৩
বোমা হামলা
হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে (ছবি : এপি)

আফগানিস্তানের বাগরাম শহরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির সামনে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় বুধবার (১১ ডিসেম্বর) এই হামলা চালানো হয়। খবর ‘রয়টার্স’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলা চালানো হয়েছে বাগরাম বিমান ঘাঁটিতে। যেটির অবস্থান রাজধানী কাবুলের কাছেই। এটি আফগানিস্তানে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি।

এ বিষয়ে আফগানিস্তানে দায়িত্বরত ন্যাটো মিশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ বিস্ফোরণের ঘটনায় যুক্তরাষ্ট্র বা ন্যাটো জোটের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের জন্য নির্মাণাধীন একটি হাসপাতাল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

একজন স্থানীয় চিকিৎসক বলেছেন, এ হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন ব্যক্তি। আহতদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আফগান নাগরিক।

এ দিকে এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।

এর আগে গত সোমবার (৯ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে অবস্থিত একটি আফগান সামরিক ঘাঁটির সামনে গাড়ি বোমা হামলা চালানো হয়েছিল। ওই হামলায় অন্তত ৯ সেনাসদস্য নিহত হয়েছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড