• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উইঘুর ইস্যুতে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে : চীন

  আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩
ট্রাম্প ও জিনপিং
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

এশিয়ার পরাশক্তি চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় যুক্তরাষ্ট্রে বিল পাস হওয়াকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষে পাস হওয়া বিলটিকে এরই মধ্যে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যায়িত করেছে চীনা কর্তৃপক্ষ।

সোমবার (৯ ডিসেম্বর) চীনের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটির গভর্নর শোহরাত জাকির যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উইঘুর ইস্যুতে বিতর্কিত প্রচারণা চালানোর অভিযোগ করেন।

বিশ্লেষকদের মতে, উইঘুর মুসলিমদের নিপীড়ন এবং হংকংয়ে বিক্ষোভ ইস্যুতে সম্প্রতি মার্কিন পার্লামেন্টে একটি বিল পাস হয়। মূলত এর প্রেক্ষিতে চীন-যুক্তরাষ্ট্র মধ্যকার সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

আরও পড়ুন :- রোহিঙ্গা গণহত্যার দায় স্বীকারে সু চিকে ৭ নোবেলজয়ীর আহ্বান

এসব কারণে দেশ দুটির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ অবসানের জন্য গত ১৭ মাসের আলোচনা এবার ভেস্তে যেতে শুরু করেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

সূত্র : ‘রয়টার্স’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড