• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

উগান্ডায় বৃষ্টিপাত-ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ১০:১৯
মরদেহ উদ্ধার
মরদেহগুলো উদ্ধার করছেন কর্মীরা (ছবিসূত্র : আল-জাজিরা)

আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ উগান্ডায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশকিছু লোক। রেড ক্রস জানিয়েছে, দেশের পশ্চিমাঞ্চল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার এই সংস্থাটি একাধিক টুইট বার্তায় জানায়, অঞ্চলটির বুন্দিবুগিও এলাকার এক পাহাড়ের নিচে আরও কিছু মৃতদেহ চাপা পড়ে আছে। উদ্ধারকারী দল দেহাবশেষগুলো উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। এটা সত্যিই ভীষণ ভয়াবহ এক পরিস্থিতি।

গত কয়েকদিন যাবত চলা এই দুর্যোগ প্রবল পরিস্থিতিতে অঞ্চলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে নিখোঁজদের সন্ধানে কর্মীরা তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছেন। দ্রুতই মরদেহগুলো সনাক্তের মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন :- দিল্লির অগ্নিকাণ্ড থেকে ১১ জনকে বাঁচিয়ে ‘হিরো’

উল্লেখ্য, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে এরই মধ্যে সতর্কতা জারি করেছে উগান্ডার জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ। ভারী বৃষ্টিপাতের ফলে দেশটির বিভিন্ন নিচু এলাকা ইতোমধ্যে বন্যার পানিতে ডুবে গেছে।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড