• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিন নিষেধাজ্ঞা প্রতিরোধে ইরানের বড় বাজেট 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৩
ইরানি প্রেসিডেন্ট
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা মোকাবিলায় প্রায় তিন হাজার ৯০০ কোটি ডলারের একটি প্রতিরোধমূলক বাজেট ঘোষণা করেছেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

বিশ্লেষকদের মতে, একের পর এক আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে উপসাগরীয় দেশটিতে জ্বালানি তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এতে দেশব্যাপী চলমান বিক্ষোভে অন্তত দুই শতাধিক লোকের প্রাণহানি হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুহানি বলেছেন, ‘ইরানিদের কষ্ট লাঘবের উদ্দেশ্যেই সরকারের এই বাজেট ঘোষণা। আমরা সব সময়ই জনগণের কথা বিবেচনা করে এসব সিদ্ধান্ত নেই। কেননা আমরা জানি ইরানের সকল নাগরিকই আমাদের পাশে রয়েছেন।’

বর্তমানে মুদ্রার মূল্য পড়ে যাওয়ায় এরই মধ্যে এক অর্থনৈতিক বিপর্যয়ে রয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটি। এমনকি মুদ্রাস্ফীতিও প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। বৃদ্ধি পেয়েছে রপ্তানির মূল্যও।

রুহানি তার ভাষণে বলেছেন, ‘এ বাজেট মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধ ও উদ্যমের। এতে সরকারি সকল খাতে প্রায় ১৫ শতাংশ পর্যন্ত বেতন বাড়ানো হয়েছে।’

তার ভাষায়, ‘এমন এক সময়ে এই বাজেট ঘোষণা করা হচ্ছে, যেখানে নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশকে এক হাতে পরিচালনা করা হচ্ছে।’

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করা ছাড়া আর কোনো পথ নেই : রুহানি

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জানি, একের পর এক নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগের কারণে জনগণ দুর্ভোগে রয়েছেন। তারা ভীষণ কষ্টে আছেন। কেননা লোকজনের ক্রয় ক্ষমতা কমে গেছে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড