• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাখাইনে সেনাদের গুলিতে শিশু নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:২৭
মিয়ানমার
মিয়ানমার সেনাবাহিনী (ছবি : ইরাবতী)

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে ৯ বছরের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কিয়াকটাও টাউনশিপের এক আশ্রম ঘাঁটিতে থাকা সেনা সদস্যদের ছোড়া গুলিতে ওই শিক্ষার্থী নিহত হয়েছে বলে দাবি তার পরিবারের। খবর ‘ইরাবতী’।

জানা গেছে, নিহত ওই শিশুর নাম মং কিয়াও মিন মিয়াত। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত শুক্রবার (৬ ডিসেম্বর) স্কুল থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয় সে।

এ বিষয়ে ওই শিশুর এক আত্মীয় বলেন, সকালে বন্ধুদের সঙ্গে স্কুল থেকে বাড়ি ফিরছিল মিয়াত। একটি বিস্ফোরণের শব্দ শুনে তারা দ্রুত বাড়ির দিকে দৌড় দেয়। তখন রাস্তায় তিন সেনাসদস্য গুলি ছুড়ছিল। বাড়িতে প্রবেশের মুখে মিয়াত গুলিবিদ্ধ হয়।

এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র কর্নেল উইন জাও উ বলেছেন, ওইদিন সকাল সাড়ে আটটার দিকে আরাকান আর্মির সদস্যরা কিয়াং আশ্রমের কাছে টহলরত সেনাসদস্যদের ওপর হামলা চালায়। পরে তাদের হামলার পাল্টা জবাব দিতে সেনাসদস্যরাও গুলি চালানো শুরু করে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড