• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দিল্লিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪৩

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ ডিসেম্বর ২০১৯, ১০:৫০
আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা
আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা (ছবি : প্রতীকী)

ভারতের রাজধানী দিল্লির একটি কারখানায় আগুন লেগে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রানি ঝাঁসি রোডের আনাজ মান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের সময় কারখানার শ্রমিকরা ভেতরে ঘুমাচ্ছিলেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রায় ৩০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ওই কারখানা থেকে এখন পর্যন্ত ৫০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে আরও অনেকেই আটকা রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঘটনাস্থলে ত্রিশটি অগ্নিনির্বাপণকারী ট্রাক পাঠানো হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তারা।

ওডি/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড