• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেনিয়ায় বন্দুকধারীর হামলায় পুলিশসহ নিহত ১০

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:০৫
কেনিয়া
ছবি : প্রতীকী

কেনিয়ায় একটি বাসে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পুলিশ কর্মকর্তাও রয়েছে। তবে এই হামলায় কয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন তা জানায়নি কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানায়, শুক্রবার একটি বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। দেশটির বিদ্রোহী আল-শাবাব গোষ্ঠীর সদস্যরা এই হামলা চালায়।

কেনিয়ার কতলু এলাকার রাস্তায় নির্জন একটি স্থানে বাসে হামলা চালায় বন্দুকধারীরা। ওই বাসটি ওয়াজির শহর থেকে মান্দিরায় যাচ্ছিল।

এ সম্পর্কে কেনিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, একটি বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে পুলিশ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। ওদের খুব নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

এ দিকে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, আল-শাবাব এরই মধ্যে এই হত্যার দায় স্বীকার করেছে। তারা বলছে, নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থার এজেন্ট এবং সরকারি কর্মকর্তারা রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বন্দুকধারীরা খুব কাছ থেকে যাত্রীদের গুলি করেছে। অবশ্য এ বিষয়ে কিছু জানায়নি কেনিয়া সরকার।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড