• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও বাণিজ্যক্ষেত্রে প্রশংসনীয় অবস্থানে রয়েছে ইরান’

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ ডিসেম্বর ২০১৯, ২১:৪৫
আবু তুরাবি ফার্দ
ইরানের বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ (ছবি : ইরনা)

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বাণিজ্যের ক্ষেত্রে প্রশংসনীয় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ মোহাম্মাদ হাসান আবু তুরাবি ফার্দ। শুক্রবার (৬ ডিসেম্বর) এক বক্তৃতায় এই মন্তব্য করেন তিনি। খবর ‘ইরনা’।

ইরানের বিশিষ্ট এই আলেমের ভাষায়, ইরান বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির নানা ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। আর মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বাণিজ্যক্ষেত্রে প্রশংসনীয় অবস্থানে রয়েছে।

তার মতে, ইরানের ক্ষতি করতে জোর চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের প্রতিরোধ করতে হলে প্রযুক্তি ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন ঘটাতে হবে। পাশাপাশি সেসবের বাণিজ্যিকীকরণ করাটাও জরুরি।

এ সময় তিনি জ্বালানি তেলের মূল্য সংস্কারের বিষয়ে বলেন, এমন একটি জরুরি বিষয়ে রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী ও ইরানি জনগণের মধ্যে আগেই ঐক্যমত্য গড়ে তোলা উচিত ছিল, যাতে তা জাতির ঐক্য ও সংহতির রোডম্যাপে পরিণত হয়। শত্রুরা এখন এই ইস্যুর অপব্যবহার করছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড