• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ক্রমেই পরাশক্তি হয়ে উঠছে ইরান : জেনারেল সালামি 

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:২০
হোসেইন সালামি
আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি (ছবি : পার্সটুডে)

সামরিক দিক দিয়ে ইরান ক্রমশ বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। বুধবার (৪ ডিসেম্বর) তেহরানে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ‘পার্সটুডে’।

সম্মেলনে জেনারেল হোসেইন সালামি বলেন, ‘কয়েকটি দেশ সম্মিলিতভাবে ইরানকে দমানোর চেষ্টা করছে। আমাদের বিরুদ্ধে যুদ্ধের ছক কষছে তারা। কিন্তু তাদের এই পরিকল্পনা কখনোই সফল হবে না।’

এরপর তিনি যোগ করেন, ‘ইরান এখন সামরিকভাবে বেশ শক্তিশালী। যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সমরাস্ত্র আমাদের রয়েছে। আমি সবাইকে জানাতে চাই যে, ক্রমেই পরাশক্তি হয়ে উঠছে ইরান।’

এ সময় তিনি আরও বলেন, গত সপ্তাহে শত্রুরা ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের পাশাপাশি অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু জনগণের সচেতনতার কারণে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে।

জেনারেল হোসেইন সালামি বেশ জোর দিয়েই বলেন, ইরান দৃঢ়তার সঙ্গে তার পথচলা অব্যাহত রাখবে এবং বিশ্ব শক্তিতে পরিণত হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড