• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুদানের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ২৩

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ ডিসেম্বর ২০১৯, ০৯:২৯
কারখানায় আগুন
কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কর্মীরা (ছবিসূত্র : আল-জাজিরা)

উত্তর আফ্রিকার দেশ সুদানের একটি কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৩ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানায়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে রাজধানী খার্তুমের একটি কারখানায় ব্যাপক বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মূলত এতেই এ হতাহতের ঘটনা ঘটে। যদিও প্রাথমিকভাবে ১৫ জন নিহতের খবর জানানো হয়েছিল।

সুদানের ডক্টরস কমিটি জানিয়েছে, মঙ্গলবারের অগ্নিকাণ্ডে হতাহতদের আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কয়েকজনের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

উল্লেখ্য, গত কয়েক বছর যাবত দেশটির কারখানাগুলোতে দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে দেশটির স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়ে এরই মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন :- ভারতে বন্যা-ভূমিধসে বাড়ছে মৃত্যুর মিছিল

এর আগে চলতি বছরের শুরুতে সুদানের রাজধানী খার্তুমে এক অগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির প্রেসিডেন্টের বাসভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড