• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৪
ফিনল্যান্ড
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে, ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনে পদত্যাগ করেছেন। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন। একই সঙ্গে নতুন সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমান প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে থাকার নির্দেশ দেন তিনি।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী অ্যান্তি রিনের পদত্যাগের বিষয়টি জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের অফিস। মঙ্গলবার এ বিষয়ে জানায় তারা।

ক্ষমতায় থাকা পাঁচ দলীয় জোট সরকারের একটি দল দ্য ফিনিশ সেন্টার পার্টি রিনের ওপর তাদের আস্থা হারিয়েছেন। এ কারণেই পদত্যাগ করেছেন রিনে। প্রসঙ্গত, গত দুই সপ্তাহ ধরে ফিনল্যান্ডের সরকারি ডাক বিভাগের ধর্মঘটের কারণে প্রচণ্ড চাপে ছিলেন পদত্যাগ করা প্রধানমন্ত্রী।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড