• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করল ইরাকি পার্লামেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১২:৪১
ইরাকের প্রধানমন্ত্রী
ইরাকের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি (ছবিসূত্র : দ্য হামোদিয়া)

প্রায় দুই মাস যাবত চলমান গণবিক্ষোভের পর অবশেষে পদত্যাগ করেছেন মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাকের প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি। এরই মধ্যে তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে দেশটির পার্লামেন্ট।

রবিবার (১ ডিসেম্বর) শুরু হওয়া অধিবেশনে পার্লামেন্টের অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন। যেখানে তারা নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট সালিহ বারহামের কাছে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। খবর ‘আনাদোলু এজেন্সির’

এর আগে শনিবার (৩০ নভেম্বর) পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেন দেশটির বিতর্কিত এই প্রধানমন্ত্রী।

যদিও গত শুক্রবার (২৯ নভেম্বর) নিজের পদত্যাগের বিষয়ে প্রথম মুখ খুলেন তিনি। এক বিবৃতিতে আদেল আব্দুল মাহদি বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। শিগগিরই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছি।’

মূলত প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরপরই উল্লাসের মাধ্যমে বিষয়টিকে স্বাগত জানিয়েছে বিক্ষোভকারীরা। তারা এটিকে বিক্ষোভকালে শহীদদের ও গণমানুষের বিজয় বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, গত অক্টোবরের ১ তারিখ দেশটিতে চাকরির ব্যবস্থা, দুর্নীতি বন্ধ এবং আরও উন্নত জনসেবার দাবিতে বাগদাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর তা দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন :- নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

ইরাকের এই সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত চার শতাধিক লোকের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে হাজারের অধিক বেসামরিক নাগরিক।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড