• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুরকিনা ফাসোর গির্জায় বন্দুক হামলায় পাদ্রিসহ নিহত ১৪

  আন্তর্জাতিক ডেস্ক

০২ ডিসেম্বর ২০১৯, ১১:২৮
বন্দুক হামলা
বন্দুক হামলার শিকার গির্জা (ছবিসূত্র : কোভা নিউজ)

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর পূর্বাঞ্চলীয় একটি গির্জায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণে পাদ্রিসহ অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, রবিবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে অঞ্চলটির হানতুকুরা এলাকার জনপ্রিয় একটি গির্জায় প্রার্থনা চলাকালে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন, ‘একদল সশস্ত্র দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পাদ্রিসহ গির্জায় আগত লোকজনকে হত্যা করেছে। যাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু ছিল। হামলার পর বন্দুকধারীরা স্কুটারে চেপে দ্রুতই ঘটনাস্থল ত্যাগ করে।

এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন মর্মান্তিক এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় সশস্ত্র জঙ্গিদেরই এর জন্য দায়ী করছে প্রশাসন।

আরও পড়ুন :- তিউনিসিয়ায় বাস খাদে পড়ে ২৬ আরোহীর মৃত্যু

উল্লেখ্য, জাতিগত ও ধর্মীয় সংঘাতের কারণে গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে প্রায় কয়েকশ লোকের প্রাণহানি হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই তথাকথিত জিহাদি গোষ্ঠীগুলোর হামলায় প্রাণ হারিয়েছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড