• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোতে বন্দুকযুদ্ধে ৪ পুলিশসহ নিহত ১৪ 

  আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর ২০১৯, ১১:১০
সড়কে পুলিশি অভিযান
শহরে অভিযান চালাচ্ছেন মেক্সিকান পুলিশের সদস্যরা (ছবিসূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট)

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ অস্ত্রধারী ও চার পুলিশ সদস্যের প্রাণহানি হয়েছে। তাছাড়া আহত হয়েছেন উভয় পক্ষের বেশকিছু লোক।

কর্তৃপক্ষের বরাতে মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’ জানায়, শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের সীমান্ত সংলগ্ন দেশটির উত্তরাঞ্চলীয় কোয়াওয়িলা রাজ্যে পুলিশ-অস্ত্রধারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত অস্ত্রধারী সন্ত্রাসীরা মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।

স্থানীয় গভর্নর মিগেল রিকেলমে বলেছেন, ‘পিয়েদ্রাস নেগ্রাস শহরের ভিয়া ইউনিয়নে ভারি অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসীর সঙ্গে রাজ্য পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এতে উভয় পক্ষের অনেক সদস্যই হতাহত হন। তাছাড়া এখনো আরও কয়েকজন লোক নিখোঁজ রয়েছেন।’

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘মেক্সিকোর মাদকচক্রকে অবিলম্বে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিতে চায় যুক্তরাষ্ট্র। যা শিগগিরই কার্যকর হবে।’

আরও পড়ুন :- লন্ডন ব্রিজে ভয়াবহ হামলার দায় স্বীকার করল আইএস

মূলত এর জবাবে গত শুক্রবার (২৯ নভেম্বর) মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়াল লোপেজ ওব্রাদর একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে তিনি বলেন, ‘মেক্সিকোর সহিংস সন্ত্রাসীদের নির্মূলে কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাই ইস্যুটি নিয়ে মার্কিন প্রশাসন যেসব কর্মকাণ্ড চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড