• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেনিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৫ মে ২০১৮, ১১:১১

টানা বর্ষণে কেনিয়ায় ভয়াবহ বন্যায় এ পর্যন্ত কমপক্ষে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন আড়াইলাখেরও বেশি মানুষ।

বন্যার্তদের সাহায্যে কর্তৃপক্ষ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছে। সরবরাহ করা হচ্ছে প্রয়োজনীয় খাবার।

কেনিয়ান রেডক্রসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, সপ্তাহব্যাপী টানা বর্ষণের পর বন্যা ও ভূমিধসে এ হতাহতে ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থদের সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

২০১৭ সালে পূর্ব আফ্রিকাজুড়ে ব্যাপক ‘খরা’র পর এ বছরের বৃষ্টিপাত ‘আশার’ বদলে নতুন করে ‘অভিশাপ’ হয়ে ধরা দিয়েছে আফ্রিকা মহাদেশের দেশটির জনগণের কাছে।

টানা বর্ষণে তানা নদীর পানি তীর উপচে আশপাশের এলাকা প্লাবিত হলে রেডক্রসের পক্ষ থেকে উদ্ধার অভিযান চালানো হয়।

জাতিসংঘ ধারণা করছে, এতে অন্তত ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরইমধ্যে পৌনে ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে বৈরী আবহাওয়ায় পাশ্ববর্তী সোমালিয়াতেও বিরূপ প্রভাব পড়েছে।

অন্যদিকে বন্যা উপদ্রুত এলাকায় ম্যালেরিয়া ও কলেরার প্রার্দুভাব দেখা দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

অকাল বন্যায় কেনিয়ার অনেক এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। তলিয়ে গেছে বিশুদ্ধ পানি সংরক্ষণ কেন্দ্রও।

এ অবস্থায় জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, বাসস্থান, চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় পদক্ষেপের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, পরিস্থিতি ভয়াবহ ও মারাত্মক আকার ধারণ করতে পারে। যা দ্রুত অন্য এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড