• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেকে পুতিনের স্ত্রী দাবি করায় এক নারী আটক 

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৪:০৫
ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি : এপি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৪ সালে লিওদমিলার সঙ্গে বিয়েবিচ্ছেদ করেন। সরকারি তথ্য অনুযায়ী, এরপর আর বিয়েবন্ধনে জড়াননি পুতিন। তবে নাটালিয়া নামের ৩৬ বছর বয়সী এক নারী রুশ প্রেসিডেন্টকে বিয়ে করার দাবি করেছেন। ইতোমধ্যে ওই নারীকে আটক করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ নভেম্বর) রুশ সংবাদমাধ্যম ‘এমকে’ জানিয়েছে, গত বুধবার (২০ নভেম্বর) নাটালিয়া নামের এই নারীকে আটক করা হয়। তিনি ইউক্রেনের নাগরিক।

এ বিষয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০ নভেম্বর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রেড স্কয়ার পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন নাটালিয়া। নিজেকে পুতিনের স্ত্রী বলে দাবি করে চিৎকার শুরু করেন তিনি। এতে তার ব্যাপারে সবার মনে আগ্রহ জন্মায়। পরে সন্দেহভাজন আচরণের জন্য রাশিয়ার ফেডারেল প্রটেক্টিভ সার্ভিস নাটালিয়াকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ধারণা করা হচ্ছে, নাটালিয়া মানসিক রোগে ভুগছেন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড