• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুক্তরাজ্যে সন্তানদের জন্য খাবার আনতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০১৯, ১৩:৩০
হিরণ
হিরণ আলি (ছবি : সংগৃহীত)

যুক্তরাজ্যের লন্ডনে গত মঙ্গলবার (১৯ নভেম্বর) নিজ বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন হিরণ আলি নামের এক বাংলাদেশি নাগরিক। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে মারা যান তিনি।

হিরণ আলি সিলেটের বিশ্বনাথ উপজেলার বৈদ্যকাপন গ্রামের মৃত ইরফান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে লন্ডনে বসবাস করে আসছিলেন।

গত মঙ্গলবার পূর্ব লন্ডনের নেলসন স্ট্রিটে নিজ বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন হিরণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত হিরণের চাচাত ভাই যুক্তরাজ্য প্রবাসী মিছবাহ উদ্দিন জানিয়েছেন, সন্তানদের জন্য খাবার আনতে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হন তিনি (হিরণ)। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড