• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |  
  • বেটা ভার্সন
sonargao

মালয়েশিয়ায় জালিয়াতির অভিযোগে ৬৮০ জন চীনা আটক

  আহমাদুল কবির, মালয়েশিয়া

২১ নভেম্বর ২০১৯, ১৭:৪৫
মালয়েশিয়া
(ছবি : প্রতীকী)

মালয়েশিয়ায় অনলাইনে জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে ৬৮০ জন চীনা নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে।

বুধবার (২০ নভেম্বর) কুয়ালালামপুর ইমিগ্রেশন পুলিশ একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে এদের আটক করে। এ সময় ৮ হাজার ২৩০টি মোবাইল, ১৭৪টি ল্যাপটপ এবং ৭৮৭টি কম্পিউটার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক খায়রুল দাজামি দাউদ বলেন, দীর্ঘ ছয় মাস ধরে অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া এবং চীনে ডিজিটাল জালিয়াতিতে জড়িত এই চক্রটি। তারা কুয়ালালামপুরের একটি অভিজাত ফ্ল্যাটে বাস করত। আর চালাত তাদের এই অবৈধ কর্মকাণ্ড।

তিনি আরও বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িতরা।

ইতোমধ্যে আটককৃতদের ব্যাপারে মালয়েশিয়ায় অবস্থিত চীনের দূতাবাসকে অবগত করা হয়েছে। মানি লন্ডারিং আইনে গ্রেফতার দেখিয়ে ১৪ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটককৃতদের।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড