• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলায় কোনো এনআরসি নয়, অমিতকে হুঁশিয়ারি মমতার

  আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০১৯, ১৩:১৩
মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ছবিসূত্র : ইন্ডিয়া টুডে)

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি প্রকাশ করা হলো ভারতের আসাম রাজ্যে সংশোধিত নাগরিক তালিকা (এনআরসি)। গত ৩১ আগস্ট প্রকাশিত তালিকায় রাষ্ট্রহীন করা হয়েছে ১৯ লক্ষাধিক বাঙালিকে। যদিও আসামের পর এবার গোটা ভারতে এনআরসি কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

যদিও ইস্যুটি নিয়ে এবার অমিত শাহকে শাসালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘অন্য কোথাও যাই হোক না কেন, বাংলা মানবিকতা ও সংস্কৃতির জায়গা। এখানে কোনো এনআরসি হবে না।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘কিছু লোক আছে, যারা বদমায়েশি করে বারবার এনআরসির কথা বলে আপনাদের উত্ত্যক্ত করছে। একটা কথা মেনে চলবেন, বাইরের আমদানি করা কোনো নেতার কথায় কান দেওয়া যাবে না। সে হিন্দুই হোক কিংবা মুসলিম। বিশ্বাস করবেন, আমরা যারা মাঠে থেকে লড়াই করছি কেবল তারাই আপনাদের লোক। বাংলায় কখনো এনআরসি হবে না।’

এর আগে বুধবার (২০ নভেম্বর) পার্লামেন্টে শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছিলেন, ‘ভারতের প্রত্যেকটি রাজ্যে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) করা হবে। প্রতিবেশী দেশগুলো থেকে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জৈনদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে।’

আরও পড়ুন :- ভারতের দুই গুপ্তচরকে আটক করল পাকিস্তান

মূলত এর জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আগুন যখন লাগে তখন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, তফসিলি, আদিবাসী কেউ রেহাই পায় না। দাঙ্গা লাগলে সবার ঘরে আগুন জ্বলে। এনআরসি হলে রাজ্যের সবাইকেই ভুগতে হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড